ফেসবুক ম্যাসেঞ্জার এর লুকানো কিছু ফিচারস ২০২১
February 03, 2021
Top best hidden features on messenger
আমরা সকলে বর্তমানে ফেসবুক ব্যাবহার করি। একটি ফেসবুক একাউন্ট থাকলে সাথে একটি ম্যাসেঞ্জার ও এক্টিভ হয়ে যায়। আমরা সকলে ফেসবুক মেসেঞ্জার ব্যাবহার করলেই এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস আমরা জানি না। তাই আজ আপনাদের দেখাবো ফেসবুক মেসেঞ্জার এর কিছু লুকানো ফিচারস সমূহ।
Facebook messenger hidden features
চলুন দেখে নিই ফেসবুক মেসেঞ্জার এর বেশ কিছু সেটিংস বা ফিচারস
1. Dark Mode
ফেসবুক মেসেঞ্জার এ বর্তমানে ডার্ক মোড নামে একটি ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যেমে আপনি যখন রাতের বেলায় ম্যাসেঞ্জার ব্যাবহার করবেন তখন আপনার ফোনের সব কিছু কালো হয়ে যাবে। তাহলে আপনার চোখে সাদা আলো পড়বে না এবং চোখে এত চাপ পড়বে না।
How to enable dark mode
এই ডার্ক মোড কিভাবে চালু করবেন? খুব সহজেই আপনি ডার্ক মোড চালো করতে পারবেন।
- প্রথমে আপনার ম্যাসেঞ্জার অ্যাপের ভিতরে আপনার প্রোফাইলে ক্লিক করুন।
- তারপর আপনার নামের নিচেই দেখতে পারবেন ডার্ক মোড নামে একটি সুইচ আছে।
- সেটি অন করে দিন তাহলে আপনার ফোনে ডার্ক মোড অন হয়ে যাবে।
- আরেকটি উপায় হলো আপনার ফোনের সেটিংস এ গিয়ে সার্চ করুন ডার্ক মুড লিখে। তারপর সেটি অন করলেই অটোমেটিক ফেসবুক মেসেঞ্জার এ ডার্ক মুড অন হয়ে যাবে।
2. Active/Deactivate Your Status
আপনি হয়তো জানেন ইন্টারনেট কানেকশন অন করে ফেসবুক মেসেঞ্জার এ ডুকলে আপনাকে একটিভ দেখাবে। আপনি হয়তো জানেন না যে আপনার এক্টিভ স্ট্যাটাসও বন্ধ করা যায়। মানে আপনি ফেসবুক মেসেঞ্জার এ ডুকলেও আপনাকে এক্টিভ দেখাবে না।
3. How to disable active status on messenger
এই এক্টিভ স্ট্যাটাস কিভাবে ডিসেবল করবেন? চলুন দেখে নিই
- প্রথমে আগের মত আপনার প্রোফাইল যাবেন সেখানে ডার্ক মোড এর একটি নিচেই দেখতে পারবেন 'active status' লিখা এবং সেটি অন করা। তারপর সেখানে ক্লিক করে সেটি অফ করে দিলেই হয়ে যাবে।
- তারপর আপনাকে আর অনলাইনে দেখাবে না।
- পরবর্তীতে আবার সেটি অন করলেই আগের মত আপনাকে এক্টিভ দেখাবে।
3. Chat Heads
চ্যাট হেডস হলো যখন কেউ আপনাকে ম্যাসেঞ্জার এ ম্যাসেজ পাঠায় তখন একটি পপ আপ সিস্টেম অন হয় সেখান থেকেই তার সাথে আপনি চ্যাটিং চালিয়ে যেতে পারেন। তবে সমস্যা হলো এটি খুব ভারী একটি টাস্ক। যার ফলে অনেক ফোন লেগ বা হ্যাং হয়ে যায়। তাই আপনি চাইলে এটি বন্দ করতে পারেন।
How to disable messenger chat heads
কিভাবে এই চ্যাট হেডস অফ করবেন চলুন পড়ে নিই।
- প্রথমে আগের মত প্রোফাইলে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবেন। তাহলেই 'Chat Heads' নামে একটি সুইচ অন অবস্থায় পাবেন।
- তারপর সেটি অফ করে দিলেই আপনার ম্যাসেঞ্জার এর চ্যাট হেডস বন্ধ হয়ে যাবে।
- আপনি চাইলে পরবর্তীতে আবার সেটি অন করতে পারবেন।
আজকের মত এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন একটি ব্লগ পোস্টে। আশা করি আপনাদের সাথেই থাকবেন।
আপনার যদি কোনো প্রশ্ন অথবা সাজেশন থাকে তাইলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে